গুচ্ছ ভর্তি প্রস্তুতি | মানবিক বিভাগ | ২০২৩-২৪ সালের প্রশ্ন থেকে

গুচ্ছ ভর্তি প্রস্তুতি
গুচ্ছ ভর্তি প্রস্তুতি  © সংগৃহীত

ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে সাধারণ গুচ্ছের মানবিক বিভাগের ২০২৩-২৪ সালের সমাধানসহ প্রশ্ন।

বাংলা

01. 'প্রতিদান' কবিতায় কবি বিষে ভরা বাণ পেয়ে বিনিময়ে কী দান করেছেন?

a) ফুল-মালঞ্চ
b) শ্রাবণের ধারা
c) কান্নাভরা প্রাণ
d) বুকভরা গান

উত্তর: d

02. 'অপরিচিতা' গল্পে কল্যাণীর মাতৃ-আজ্ঞা বলতে কী বোঝায়?

a) মায়ের আদেশ
b) মায়ের ইচ্ছা
c) মায়ের সম্মতি
d) মাতৃভূমির প্রতি কর্তব্য

উত্তর: d

03. ফরিদপুরে কত সালের নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ার্কার ইনচার্জ ছিলেন?

a) ১৯৪২
b) ১৯৪৬
c) ১৯৪৮
d) ১৯৫৬

উত্তর: b

04. কোনটি সংলাপনির্ভর কবিতা?

a) আঠারো বছর বয়স
b) বিদ্রোহী
c) প্রতিদান
d) তাহারেই পড়ে মনে

উত্তর: d

05. 'এ আবার একটা কী কথা!'- 'বিলাসী' গল্পে এই 'কথা' বলতে কী বোঝানো হয়েছে?

a) মৃত্যুঞ্জয়ের অন্নপাপ
b) বিলাসীর সেবাপরায়ণতা
c) স্ত্রীলোকের গায়ে হাত না তোলা
d) সাপুড়ের মেয়েকে নিকা করা

উত্তর: c

06. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি 'অবিনাশী বর্ণমালা'কে কীসের সাথে তুলনা করেছেন?

a) নক্ষত্র
b) কৃষ্ণচূড়া 
c) পূর্ব বাংলা 
d) মানবিক বাগান

উত্তর: a

07. "এ দেশের বুকে আঠারো আসুক নেমে।"- এই পংক্তিতে 'আঠারো’ শব্দটির আলংকারিক অর্থ-

a) সংখ্যা
b) বয়স 
c) তারুণ্য
d) জরা

উত্তর: c

08. কাজী নজরুল ইসলাম 'আমার পথ' প্রবন্ধে কাকে সালাম- নমস্কার জানিয়েছেন।

a) প্রবীণদের 
b) স্রষ্টাকে
c) নিয়তিকে 
d) সত্যকে

উত্তর: d

09. 'সোনার তরী' কবিতায় 'বাঁকা জল' বলতে কী বোঝানো হয়েছে?

a) জীবনপ্রবাহ
b) অনন্ত কালস্রোত
c) তির্যক জলরাশি
d) নদীর স্রোত

উত্তর: b 

10 . 'তা বলে বাঙালি কাপুরুষ নয়।'- উক্তিটি কে করেছেন?

a) ক্লেটন 
b) উমিচাঁদ
c) মানিকচাঁদ
d) ওয়ালি খান

উত্তর: d

11. 'মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।'- বাক্যটি কোন রচনার অন্তর্গত?

a) বায়ান্নর দিনগুলো
b) আমার পথ
c) রেইনকোট
d) মাসি-পিসি

উত্তর: a

12. আবুল ফজল ছাত্রজীবনে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?

a) ভাষা আন্দোলন
b) বুদ্ধির মুক্তি আন্দোলন
c) ব্রিটিশবিরোধী আন্দোলন
d) স্বদেশি আন্দোলন

উত্তর: b

13. সম্মুখ-উচ্চ-সংবৃত স্বরধ্বনি কোনটি?

a) ই
b) উ
c) এ
d) অ্যা

উত্তর: a

14. কোন বানানটি অশুদ্ধ?

a) স্বত্ব
b) পিপীলিকা 
c) পূর্বাহ্ন
d) রচনাবলি

উত্তর: c

15. অণুবীক্ষণ' শব্দটিতে অক্ষর কয়টি?

a) তিন
b) চার
c) পাঁচ
d) ছয়

উত্তর: b

16. মুক্তিযোদ্ধাদের সঙ্গে নুরুল হুদার সম্পর্ক স্বীকার করার কারণ-

a) ভয়
b) কমান্ডারের আদেশ
c) প্রিন্সিপালের আদেশ
d) রেইনকোটের উদ্দীপনা

উত্তর: d

17. 'সে-মুখ ফ্যাকাশে, রক্তশূন্য এবং সে-মুখে দুনিয়ার ছায়া নেই।'- 'লালসালু’ উপন্যাসে কার সম্পর্কে কথাটি বলা হয়েছে?

a) জমিলা 
b) আমেনা বিবি 
c) রহিমা 
d) তানু বিবি

উত্তর: b

18 . 'ওটা ছিল নিশানা, আনন্দের আর সুখের।'- এই নিশানাটি কী?

a) তালগাছ
b) সালু
c) তানু বিবির সন্তান
d) মোদাচ্ছের পীরের মাজার

উত্তর: a

19. জমিতে বীজ বপন এবং ফসল কাটার উপযুক্ত সময়কে বলে-

a) বতোর 
b) বিজু 
c) নবান্ন 
d) পুণ্যাহ

উত্তর: a

20. 'দু-পা এগিয়ে ওধারে তাকিয়ে সে বলে, বিবি, শিলাবৃষ্টি শুরু হইছে।'- এই উক্তির নেপথ্যে মজিদের কোন বোধ কাজ করেছে?

a) আনন্দ 
b) সাহস 
c) ভ্যা 
d) বিস্ময়

উত্তর: c

21 . 'উহ্য' শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি?

a) উজঝো
b) ঊজঝো
c) উজঝ
d) উঝঝো

উত্তর: a

22. 'কেউ', 'কোথাও', 'কিছু',- কী জাতীয় সর্বনাম?

a) সামীপ্যবাচক
b) অনির্দিষ্টতাজ্ঞাপক
c) ব্যতিহার
d) ব্যক্তিবাচক

উত্তর: b

23. কোন বাক্যাংশটি শুদ্ধ?

ষষ্টদশ বার্ষিকী সাধারণ অধিবেমন
ষোড়শ বার্ষিক সা্ধারণ সভা
ষোড়স বার্ষিকী অধিবেশন
ষোলোতম সাধারণ অধিবেশন

উত্তর: d

24. `Null and void'- এর বাংলা অনুবাদ কী?

মামুলি
বাতিল
শূন্যতা
নিরপেক্ষ

উত্তর: b

25. কোন শব্দটি শুদ্ধ?

সুকেশিনী
নিরহংকারী
সখ্যতা
ইত: পূর্বে

উত্তর: d

26. রূঢ়ি শব্দের উদাহরণ কোনটি?

সমারূঢ়
পঙ্কজ
সন্দেশ
জলদ

উত্তর: c

27. ভাব- বিশেষ্য কোনটি?

সন্দেহ
কাগজ
বিড়াল
পানি

উত্তর: a

28. `নিরাক’ অর্থ কী?

উজ্জ্বলতা
স্তব্ধতা
সরলতা
প্রাঞ্জলতা

উত্তর: b

29. ‘মন্দ নয় হে! খাঁটি সোনা বটে?

পিন্টুদা
বিনুদা
মিনুদা
ঝন্টুদা

উত্তর: b

30. `Excavation' শব্দের পরিভাষা কোনটি?

a) নি:সরণ
b) নির্গমন
c) গড়ন
d) খনন

উত্তর: d

31. ‘কোকিল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

a) পারাবত
b) পুলিন
c) পিক
d) মাতঙ্গ

উত্তর: c

32. ‘ছেলেটি কাঁদতে লাগল’- বাক্যটির চিহ্নিত ক্রিয়াপদ কোন অর্থে ব্যবহৃত?

a) অবিরাম
b) আকস্মিকতা
c) সূচনা
d) সমাপ্তি

উত্তর: a

33. ‘অভাব’ অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে?

a) অকেজো
b) আগাছা
c) অথই (অথৈ)
d) অঘোরে

উত্তর: c

34. ‘পেঁপে’ শব্দটির ভাষা- উৎস কোনটি?

a) ফরাসি
b) ইংরেজি
c) তু্র্কি
d) পর্তুগিজ

উত্তর: d

35. প্রাদি সমাসের উদাহরণ কোনটি?

a) প্রতিক্রিয়া
b) পরাজয়
c) পকেটমার
d) প্রগতি

উত্তর: d

English

01. The Pakistani rulers used ----- weapons instead of defending us from external enemies. 

a) with
b) on
c) towards
d) for

Ans: b

02. Recourse ----- arms is not the best solution to hostility between countries. 

a) of
b) for
c) to
d) in

Ans: c

03. Central ---- Nazrul`s rebellion was his rejection of social hierarchy.

a) of
b) in
c) to
d) about

Ans: c

04. Education enriches us ---- knowledge and skills.

a) in
b) with
c) by
d) at

Ans: b


05. My uncle promised me a present. Choose the passive voice of this sentence.

a) A present was promised by my uncle.
b) I was promised a present by my uncle.
c) I had been promised a present by my uncle.
d) I was promised by uncle a present.

Ans: b 

Read the passage and answer the questions that follow (questions 6-10).

The primary purpose of education is to make our lives easy and beautiful in all aspects. However, if we analyze the actions done and the endeavours undertaken by the educated people of all times, we find that those have not always been beneficial to humankind; some have even threatened the existence of human beings. Thus, education at many times has failed to serve its primary purposes. Why does it happen? Education gives us knowledge and skills, eventually provides us with power. This power sometimes turns us into monsters and, sometimes, angels because power of education can be used both for good and evil purposes depending on the intention of its users. The wars example, that took the lives of billions of innocent people were waged and executed by the educated people. Heir scams and horrific incidents of corruption were also committed by the individuals having high academic degrees world famous institutions. So, education does not always guarantee beauty and ennoble us unless it is imbued morality, ethics and humanity.

06. The word 'imbued' in the passage means-

a) spread
b) immersed
c) infused
d) structured

Ans: c

07. Choose the most suitable title for the passage.

a) Benefits of education
b) Bad effects of education
c) Reconsidering the objectives of education
d) Importance of education for human beings

Ans: c 

08. According to the passage, which of the statements is false?

a) The educated people have always done heinous acts.
b) Education affects us in the way we intend to use it.
c) True education can guarantee ennoblement of our minds.
d) Ethics and humanity are important catalyst using education for noble purposes.

Ans: c

09. This passage encourages us to education system. the existing

a) discard
b) follow
c) recast
d) promote

Ans: c

10. Having a degree from world famous institutions is not for developing a noble mind. Fill in the blank with an appropriate word based on the passage.

a) helpful
b) mandatory
c) beneficial
d) important

Ans: b 

11. By the end of the meal, aome people take a few glasses of water. The underlined phrase isw a/an----.

a) noun phrase
b) prepositional phrase
c) adjective phrase
d) adverbial phrase

Ans : d 

Choose the correct words to complete the sentences (questions 12-16).

12. Homer describes a race of men who -----  from the gods.

a) spring
b) sprang
c) have sprung
d) were sprung

Ans: b 

13. It was ten to twelve. Most of the shops---- just  closed.

a) are
b) have
c) was
d) had

Ans : d 

14. She ----- wash the plates in the kitchen leaving her study.

a) needs not
b) need not
c) needs not to
d) need not to

Ans: b 

15. If Kalpana Chawla had not ---- ardent desire, she would not have become an astronaut.

a) had
b) have
c) has
d) to have

Ans: a 

16. Hridoy suggested that his brother ----- hard to get a good job.

a) work
b) works
c) to work
d) worked

Ans: a 

17. Choose the antonym of 'healthy'.

a) salubrious
b) salutary
c) hygienic
d) unwholesome

Ans: d 

18. The question is -- how he will respond--. The underlined part of the sentence is a/an

a) noun clause
b) adjective clause
c) adverb clause
d) propositional clause

Ans: a 

19. When I am --online--, I have liberty. The underlined word is a/an ---.

a) adjective
b) adverb
c) noun
d) proposition

Ans: a 

20. Find the incorrectly spelt word.

a) etiquette
b) nightmare
c) questionnaire
d) menifestation

Ans : d 

21. What is the correct synonym of the word 'indigent'?

a) poor
b) wealthy
c) comfortable
d) affluent

Ans: a 

22. Do as --I say--, Identify the underlined clause.

a) noun
b) adjective
c) preposition
d) adverb

Ans: d 

23. Two-thirds of the people ----- present in the congregation. 

a) is
b) was
c) were
d) being

Ans: c

24. Choose the incorrect sentence.

a) Neither you nor he in a crisis.
b) He refrained himself from taking any medicine.
c) He resembles to his father in appearance.
d) He was hanged for murder.

Ans: c
 
25. --Yet--, ensuring drinking water, cleanliness and hygiene was a big challenge. Here, 'Yet' is a/an ---.

a) adverb
b) conjunction
c) adjective
d) preposition

Ans: a 

26. Choose the correct sentence.

a) He bought a three hundreds-dollar suit.
b) The Headmaster and Secretary were present at the meeting
c) You look as though you are expecting some bad news.
d) She would rather not attend the programme.

Ans: d 

27. What is the meaning of the idiom 'magnum opus'?

a) large building
b) best work
c) last work
d) longest way

Ans: b 

28. The factory turns ----- fifty tons of fertilizer a day. Choose the right word to fill in the blank.

a) out
b) up
c) over
d) on

Ans: a 

29. Find out the correct sentence.

a) Entering the room, the light was off.
b) While walking in the garden, her leg was broken.
c) The boy received a crest with golden ribbons for his achievement.
d) Having crossed the street, a car almost struck us.

Ans: c

30. What is the plural form of the word 'alumna¹?

a) alumnae
b) alumni
c) alumnus
d) alumnas

Ans: a

31. Langston Hughes is a/an ---- writer.

a) English
b) Irish
c) Australian
d) American

Ans : d 

32. 'Hemorrhage' is related to ----.

a) aviary
b) health
c) fisheries
d) apiculture

Ans: b

33. Which of the following is a countable noun?

a) furniture
b) money
c) news
d) headache

Ans : d 

34. In which of the following works do you across the character of Jerry?

a) A Mother in Mannville
b) Burmese Days
c) Manual of the Warrior of Light
d) The Old Man at the Bridge

Ans: a 

35. Which of the following words means 'to emit a faint of intermittent light'?

a) show
b) splash
c) glimmer
d) glare

Ans: c

সাধারণ জ্ঞান

01. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন?

a) তথ্য ও সম্প্রচার
b) বিজ্ঞান ও প্রযুক্তি
c) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ 
d) প্রতিরক্ষা

উত্তর: b

02. ASCII কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয়?

a) ৮টি
b) ১৬টি
c) ৩২টি
d) ৬৪টি

উত্তর: c             

03. 'The Republic' গ্রন্থটির রচয়িতা কে?

a) অ্যারিস্টোটল
b) প্লেটো
c) রেনে দেকার্ত
d) ভলতেয়ার

উত্তর: b

04. কোনটি DBMS এর উদারহণ?

a) MS DOS
b) MS EXCEL
c) MS ACCESSd) C++

উত্তর: c

05. বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে?

a) IFC
b) IBRD
c) MIGA
d) ICSID

উত্তর: a

06. 'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়'-গানটির রচয়িতা কে? 

a) মাহবুব-উল-আলম চৌধুরী 
b) আব্দুল গাফফার চৌধুরী
c) আলাউদ্দীন আল আজাদ
d) আব্দুল লতিফ

উত্তর: d

07. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোন তফসিলে সন্নিবেশিত?

a) তৃতীয়
b) পঞ্চম
c) ষষ্ঠ
d) সপ্তম

উত্তর: c

08. কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণের ক্ষেত্রে কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়?

a) Simplex
b) Half-duplex
c) Full-duplex
d) Triplex

উত্তর: a

09. কোনটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের অনুমিত শর্ত?

a) কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি প্রযোজ্য
b) উৎপাদন প্রযুক্তি পরিবর্তনশীল
c) কৃষি ন্যূনতম উৎপাদন ব্যবস্থা
d) নরনারীর মধ্যে আকর্ষণ অনিয়ন্ত্রিত

উত্তর: a

10. চতুর্থ শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য কোনটি?

a) বাষ্প শক্তির অন্তর্ভুক্তিকরণ
b) কর্পোরেশনের মুনাফা সর্বাধিকরণ
c) ডিজিটাল প্রযুক্তির কেন্দ্রভিমুখতা
d) বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার উন্নয়ন

উত্তর: c

11. UNCTAD এর কাজ কী?

a) উন্নয়নশীল রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা
b) উন্নয়নশীল রাষ্ট্রের আর্থিক স্বার্থ রক্ষা করা
c) উন্নয়নশীল রাষ্ট্রের জনস্বার্থ স্বার্থ রক্ষা করা
d) উন্নয়নশীল রাষ্ট্রের স্বাস্থ্যগত স্বার্থ রক্ষা করা

উত্তর: a

12. 'ট্যাবু' শব্দের অর্থ কী?

a) লোকরীতি
b) সুভাষণ
c) নিষেধাজ্ঞা
d) প্রথা

উত্তর: c

13. বাংলাদেশী জাহাজ 'এমভি আব্দুল্লাহ' কত তারিখে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে?

a) ১২ মার্চ ২০২৪
b) ১৩ মার্চ ২০২৪
c) ১৪ মার্চ ২০২৪
d) ১৫ মার্চ ২০২৪

উত্তর: b

14. 'বই' কোন ধরনের সংস্কৃতি?

a) লোকজ
b) অবস্তুগত
c) নাগরিক
d) বস্তুগত

উত্তর: d

15. প্রথম স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশী জিআই পণ্য কোনটি?

a) জামদানি শাড়ি
b) ইলিশ মাছ
c) টাঙ্গাইল শাড়ি
d) ঢাকাই মসলিন

উত্তর: a

16. কোনটি পদসঞ্চারী মুদ্রাস্ফীতি হতে পারে?

a) ২%
b) ৮%
c) ২০%
d) ৩০%

উত্তর: b

17. 'স্বত্ব-বিলোপ নীতি' কোন গর্ভনর জেনারেলের আমলে প্রণীত হয়?

a) লর্ড ক্যানিং
b) লর্ড ক্লাইভ
c) লর্ড ডালহৌসি
d) লর্ড রিপন

উত্তর: c

18. একই এলাকা ও সমমানসিকতা সম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

a) সমাজ
b) গোষ্ঠী
c) সংঘ
d) সম্প্রদায়

উত্তর: d

19. ক্ষুদ্র নৃগোষ্ঠী 'কুকি' কোন অঞ্চলে বসবাস করে?

a) মৌলভীবাজার
b) সিলেট 
c) কক্সবাজার
d) পঞ্চগড়

উত্তর: c

20. কে সর্বপ্রথম 'ব্লু ইকোনোমি' এর ধারণা দেন?

a) অ্যাডাম স্মিথ
b) ডেভিড রিকার্ডো
c) অমর্ত্য সেন
d) গুণ্টার পাউলি

উত্তর: d

21. সর্বপ্রথম যৌক্তিক সংজ্ঞার ধারনা প্রবর্তন করেন কে?

a) জেএস মিল
b) এরিস্টটল
c) সক্রেটিস
d) প্লেটো

উত্তর: b 

22. 'ফিশারীয় সমীকরণ' কীসের সঙ্গে সম্পর্কিত?

a) মুদ্রার পরিমাণ
b) আমানত 
c) ঋণ
d) মুদ্রণ শিল্প

উত্তর: a 

23. বাংলাদেশ কত সালে WHO এর সভাপতির পদ লাভ করে?

a) ২০০৩
b) ২০০৫
c) ২০০৭
d) ২০০৯

উত্তর: d

24. 'পায়রা সমুদ্রবন্দর' কবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে?

a) ১০ নভেম্বর ২০১৩
b) ১৯ নভেম্বর ২০১৩
c) ১৯ আগস্ট ২০১৬
d) ১৮ ডিসেম্বর ২০২০

উত্তর: b

25. অধিক বৃষ্টিপাতের জন্য পরিচিত 'মৌসিন রাম' ভারতের কোন রাজ্যে অবস্থিত?

a) মেঘালয়
b) আসাম
c) ত্রিপুরা
d) মিজোরাম

উত্তর: a

26. 'সেপ্টেম্বর অন যশোর রোড' কবিতার রচয়িতা কে?

a) জর্জ হ্যারিসন
b) পল ওয়ালেস
c) বব ডিলান
d) অ্যালেন গিন্সবার্গ

উত্তর: d

27. কোনটি ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়?

a) সাংস্কৃতিক উন্নয়ন
b) অর্থনৈতিক উন্নয়ন
c) সামাজিক উন্নয়ন
d) প্রযুক্তির বিকাশ

উত্তর: b

28. কে প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন?

a) ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম
b) অধ্যাপক এম ইউসুফ আলী
c) কর্নেল আব্দুর রব
d) আব্দুল মান্নান

উত্তর: b

29. মোহামেডান লিটারারি সোসাইটি কে গঠন করেন?

a) নবাব আবদুল লতিফ
b) সৈয়দ আহমদ খান
c) নবাব সলিমুল্লাহ
d) স্যার সৈয়দ আহমদ খান

উত্তর: a

30 'রাফা' সীমান্ত কোন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত?

a) রাশিয়া-ইউক্রেন
b) চীন-তাইওয়ান
c) ইসরাইল-ফিলিস্তিন
d) ইসরাইল-ইরান

উত্তর: c


সর্বশেষ সংবাদ